রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুরে ঘরে ঢুকে কাতার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১১ই জুলাই দিনগত রাত ১টার দিকে লম্পট সাদ্দাম (১৯)কে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী।
আটককৃত সাদ্দাম আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আবু বক্কার সেখের ছেলে।
ভুক্তভোগী গৃহবধু আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের কাতার প্রবাসীর স্ত্রী।
ভুক্তভোগী গৃহবধু(৩৫) অভিযোগ করে বলেন, সাদ্দাম আমার প্রতিবেশী। গত ১৫ দিন আগে থেকে সাদ্দাম আমার ইমো নাম্বারে বিভিন্ন ধরণের খারাপ ছবি পাঠিয়ে আমাকে কু-প্রস্তাব দেয়। আমি প্রস্তাবে রাজি না হইলে সাদ্দাম আমার এডিটিং করা ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় এবং তার ব্যবহৃত বিকাশ নম্বর ০১৭৫২-৫৬১৪৫৯ তে ২হাজার ৩০০ টাকা নেয়। পরবর্তীতে গত ১১ই জুলাই দিনগত রাত ১টার দিকে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সাদ্দাম আমার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করা মাত্রই সাদ্দাম তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে আমার গলায় ধরে আমাকে খুন জখম করার ভয়ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করাকালীন সময়ে সাদ্দামের সাথে ধস্তাধস্তিতে তার হাতে থাকা ধারালো চাকু আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে লেগে কেটে রক্তাক্ত জখম হয়। তখন আমার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাদ্দাম দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন সাদ্দামকে ধরে ফেলে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি এ ঘটনার বিচার চাই।
ভুক্তভোগীর স্বামী মুঠোফোনে বলেন, আমি জীবিকার তাগিদে দীর্ঘদিন দেশের বাহিরে আছি। আমার স্ত্রীর ওপরে যে নির্যাতন হয়েছে আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভুক্তভোগীর শ্বশুর মোঃ আলী হোসেন বলেন, ঘটনার গভীর রাতে আমরা আলাদা রুমে ঘুমিয়ে ছিলাম। ছেলের বৌ বাঁচাও বাঁচাও চিৎকার করলে আমরা জেগে উঠি। এ সময় প্রতিবেশি সাদ্দাম দৌড়ে পালাতে গেলে এলাকায় রিকসা চোর পাহারায় থাকা প্রতিবেশি হৃদয় সাদ্দামকে জাপটে ধরে ফেলে। পরে সব ঘটনা শুনতে পাই। আমরা আইনের কাছে দোষীর বিচার চাই।
ভুক্তভোগীর শাশুড়ী মমতাজ বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন বিদেশে থাকে। ছেলের বৌ নাতিকে নিয়ে আমাদের বাড়ীতে থাকে। কখনও তার চলাফেরায় কোন দোষ পাইনি। প্রতিবেশি সাদ্দাম যে অপকর্ম করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ দিকে অভিযুক্ত সাদ্দাম বলেন, কে যেন আমার ছবি দিয়ে ফেক ইমু আইডি খুলে চাচীর সাথে কথা বলতো। কিন্তু সে আমাকে সন্দেহ করে ঘটনার রাতে মোবাইল ফোনে তার বাড়ীতে ডাকে। আমি রাতে তার বাড়ীতে গেলে সে তার ঘরে নিয়ে আমাকে হুমকি দেয় এবং ব্লেড দিয়ে আমাকে জখম করে। পরে আমি পালাতে গেলে প্রতিবেশিরা আমাকে ধরে ফেলে। আমি ধর্ষণ করিনি।
অভিযুক্ত মোঃ সাদ্দামের মা কোহিনুর বেগম বলেন, আমার ছেলে সাদ্দামকে ওরা কৌশলে ফাঁসিয়েছে। ওই মহিলা তো সম্পর্কে সাদ্দামের চাচী হয়। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতো। আমরা পারিবারিকভাবে দেখতাম। আমার ছেলেটার জীবন নষ্ট করে দিলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই মোঃ এনায়েত শিকদার জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত চলছে।