চাঁদা না দেওয়ায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবু (৩৮)কে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।
গতকাল ১৩ই জুলাই বেলা পৌনে ১১টার দিকে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সামনে(ধূলদী জয়পুর) এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হাবিবুর রহমান বাবু সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের আহলাদীপুর গ্রামের আঃ রশিদ শেখের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাবু জানান, আহলাদীপুর গ্রামের একদল চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র ক্রয়ের জন্য তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে জরুরী কাজে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ থেকে মোটর সাইকেল যোগে গোয়ালন্দ মোড়ে যাচ্ছিল। পথে মধ্যে চিহ্নিত ৭/৮ জন সন্ত্রসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারীভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে কোপ মারলেও হেলমেট থাকায় সে প্রাণে বেঁচে যায়।
শহীদ ওহাবপুর ইউনয়ন পরিষদের সচিব মোঃ সোয়েবুর রহমান রাজিব জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচিত বাবু মেম্বারকে কোপানোর ব্যাপারে তিনি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে মোবাইলে জানান। রাজবাড়ী থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এলাকাবাসী জানান, আহলাদীপুর গ্রামে অস্ত্রধারী ওই সন্ত্রাসী বাহিনী গত বছরের ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে চাঁদার দাবীতে বিভিন্ন ব্যক্তিকে মারধর করে চলছে। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ ভূইয়া তার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যানকে প্রকাশ্যে দিবালোকে কোপানোর ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবী জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।