ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাত কোথায় কখন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-৩০ ১৭:০১:৪০

রাত পোহালেই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে রাজবাড়ী শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের শেষ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
 রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৈরি আবহাওয়া থাকলে একই স্থানে জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। তবে বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে বিকল্প হিসেবে প্রধান জামাত জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধান ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী।
 এছাড়াও জেলা মডেল মসজিদে ঈদের জামাতের ইমামতি করবেন মাওলানা আব্দুল হক আব্বাসী। রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে মহিলাদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। জেলা মডেল মসজিদ ও সদর উপজেলা মডেল মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা থাকবে।
 এছাড়াও সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, রাজবাড়ী বড় মসজিদে সকাল সাড়ে ৮টা, জেলা কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, মাদানী কমপ্লেক্সে জামে মসজিদে  সকাল সোয়া ৮টা, ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, কাজীকান্দা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে সকাল ৮টা ১০মিনিটে, নূরপুর নূরানী জামে মসজিদে সকাল সোয়া ৮টা, আটাশ কলোনী জামে মসজিদে সকাল সোয়া ৮টা, লক্ষীকোল বড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা,  বিনোদপুর কলেজপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, বিনোদপুর নতুন পাড়া জামে মসজিদে সোয়া ৮টায়, বিনোদপুর বায়তুল ফালাহ জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, গোদারবাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, দুধ বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও ড্রাই আইস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও শহরের অন্যান্য জামাতসমূহ এলাকা ভিত্তিক মসজিদ/ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, ঈদ কেন্দ্রীক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ মাঠে থাকবে। পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নিরাপত্তার কাজ করবে। এছাড়াও সার্বক্ষণিক মোবাইল টিম কাজ করবে।
 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ