ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
  • সোহেল মিয়া
  • ২০২৫-০৪-০৪ ১৬:৩০:১২

টানা ৯দিন ঈদুল ফিতরের ছুটিতে দেশ। সব কিছু ছুটিতে থাকলেও ছুটি নেই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীদের। ছুটির মধ্যেও তারা নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। তাদের এই সেবা প্রদানে খুশি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ।
 পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সপ্তাহের ৭দিন ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবায়(নরমাল ডেলিভারি) নিয়োজিত রয়েছে পরিবার পরিকল্পনা কর্মীরা। প্রত্যন্ত গ্রামাঞ্চলের গর্ভবতী মায়ের স্বাভাবিক ডেলিভারিসহ নারীদের জরুরী সেবায় এ কার্যক্রম চালু করেছে সরকার।
 এছাড়া প্রতিটি কেন্দ্রের আওতায় গর্ভবতী এএনসি, পিএনসি, প্রসব সেবা পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি ভিত্তিক (খাবার বড়ি, কনডম, ইঞ্জেকশন, আইইউডি ইত্যাদি) সেবা চলমান রয়েছে।
 বালিয়াকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি আকাশ ফকির জানান, বালিয়াকান্দিতে চারটি ইউনিয়নে এই সেবা চালু রয়েছে। ইউনিয়নগুলো হলো- নবাবপুর, নারুয়া, জঙ্গল ও জামালপুর। এছাড়াও একটি এমসিএইচ-এফপি ইউনিট (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) রয়েছে। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন করে দক্ষ পরিবার কল্যাণ পরিদর্শিকা দায়িত্ব পালন করছেন।
 জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা মালেকা বেগম(৪০) ও এমসিএইচ-এফপি ইউনিটে আসা গীতা অধিকারী(৪৫)  বলেন, তারা দু’জনেই ঈদের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়ে। কোন উপায়ন্তর না পেয়ে তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দ্রুত চলে আসে। তারা ভেবেছিলেন ঈদের মধ্যে হয়ত কেন্দ্র বন্ধ থাকতে পারে। কিন্তু তারা কেন্দ্রে এসে খোলা পান এবং স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। তাদের মতো অনেকেই এই কেন্দ্রে এসে স্বাস্থ্যসেবা নেন।
 পরিবার কল্যাণ পরিদর্শিকা রুবিয়া খাতুন জানান, ঈদের ছুটি তারা ভোগ করতে পারেননি। এতে তাদের কোন আক্ষেপ নেই। বরং প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের সেবা করতে পেরে তিনি খুবই আনন্দিত।
 বালিয়াকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র জানান, ঈদের ছুটিতেও গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা। বিশেষ করে জরুরী ও ডেলিভারি সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে কর্মীরা এ সেবা প্রদান করে আসছেন।
 

বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার॥৩জন গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
সর্বশেষ সংবাদ