ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৪-০৭ ১৬:৫৯:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির  সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।
 গতকাল ৭ই এপ্রিল দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।
 মোঃ আবুল হোসেন খান বর্তমান রাজবাড়ী জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সহ-সভাপতি ও  উপজেলা বিএনপির  সভাপতির দায়িত্ব পালন করেছেন।
 তিনি ১৯৫৬ সালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত ইমতাজ উদ্দিন। তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাংলাদেশে যে এসোসিয়েশন রয়েছে সেখানে তিনি গুরুত্বপূূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 নাম ঘোষণার পর আবুল হোসেন বলেন, ১৯৭৮ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার দল গঠন করেন তখন থেকেই তিনি এই দলের সাথে সম্পৃক্ত। চারদল গঠন পরবর্তীতে বিএনপি গঠনে তার ভূমিকা রয়েছে। জিয়াউর রহমানের সাথে তার একাকী এবং বিভিন্ন সভায় থাকার সৌভাগ্য হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দলের সাথেই রয়েছেন।
 তিনি আরো বলেন, ২০১৮ সালে তারেক রহমানের সাথে তিনি লন্ডনে বৈঠক করেছেন। দলের কাছে তিনি কখনো কিছু চাননি। রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষের চাওয়া তিনি যেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তারই প্রেক্ষিতে তিনি এবার পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে নিজেকে প্রার্থী ঘোষণা করলেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি এই আসনটি জিতে বিএনপিকে উপহার দিবেন।
 প্রার্থী ঘোষণার সময় খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের ব্যক্তিকে মনোনয়ন দিবেন। সেই প্রেক্ষিতে আমরা রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মনে করি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি। তার নামে কোন বদনাম নেই। দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি দল তাকে মনোনয়ন দিবেন।
 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাদ মন্ডল, যুগ্ম-আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, নবাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জিয়া পরিষদের আহবায়ক রফিকুদ্দৗলা বাবলু, যুবদলের আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব কামরুজ্জামান প্রমুখ।

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার॥৩জন গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
সর্বশেষ সংবাদ