যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে গাজায় ইসরায়েলী বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে রাজবাড়ীতে গতকাল ৭ই এপ্রিল বিকালে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৫টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান জামায়াতে ইসলামী নেতাকর্মীরা জমায়েত হয়। এরপরে আজাদী ময়দান মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী আলীমুজ্জামান ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা জামাতের কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনর রশীদ, রাজবাড়ী সদর উপজেলা জামাতের আমীর মওলানা সৈয়দ আহমেদ, সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, পৌর জামাতের আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, বালিয়াকান্দি উপজেলা জামাতের আমীর আব্দুল হাই জোয়াদ্দার, পাংশা পৌর জামাতের আমীর কাজী ফরহাদ জামাল রূপুসহ জেলা, পৌরসভা ও উপজেলা জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি আজাদী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক যোগে বড়পুল হয়ে স্টেশন রোড, রূপালী ব্যাংক মোড়, কাপড় বাজার মোড়, পাচতলার মোড় প্রদক্ষিণ করে ১নং রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাঠ-খড়ের তৈরি প্রতিকৃতি দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।