ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
  • আশিকুর রহমান
  • ২০২৫-০৪-০৭ ১৬:৫৫:৪১

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
 গতকাল ৭ই এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর আমলী আদালতে হাজির করা হলে তার আইজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 কোর্ট পুলিশ কাজী কেরামত আলীকে আদালত কক্ষ থেকে পুলিশ ভ্যানে তোলার জন্য নিয়ে যেতে থাকে। এ সময় আদালতের বারান্দায় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলামের সাথে কাজী কেরামত আলীর দেখা হয়। দূর থেকেই এডঃ নুরুল ইসলামকে দেখে হাত উঠিয়ে সালাম দেন কাজী কেরামত আলী। হাতকড়া পড়া অবস্থাতেই নুরুল ইসলামের কাছে গিয়ে করমর্দন(হ্যান্ডশেক) করেন তিনি। এডঃ নুরুল ইসলামও করমর্দনের পাশাপাশি মাথা নাড়িয়ে কুশল বিনিময় করেন। এর আগে সকালে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে রাজবাড়ী কোর্ট ইন্সপেক্টরের কক্ষে নেওয়া হলে সেখানে গিয়ে এডঃ মোঃ নুরুল ইসলাম তার সাথে সাক্ষাৎ করে কথা বলে জানা যায়।
 রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নূরুল ইসলাম সাথে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কেরামত আলীর করমর্দনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনাটি টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।
 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ