ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৪-০৬ ১৫:৩৫:৪০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন গতকাল ৬ই এপ্রিল বিকালে উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া ও চর ঝিকড়ী গ্রামে অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত দু’টি দোজালা গুড়ের কারখানায় ভেজাল বিরোধী অভিয়ান পরিচালনা করেন। 
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সার্বিক তত্ত্বাবধানে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানা পুলিশ ও আনসারের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
 জানা যায়, কাচারীপাড়া ও চর ঝিকড়ী গ্রামের মধ্যে অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত দু’টি দোজালা গুড়ের কারখানায় প্রায় হাজার খানেক ড্রাম ভর্তি গুড় ও গুড় উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল গুঁড়িয়ে বিনষ্ট করা হয়।
 এ সময় পাংশার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম মোবাইল কোর্টে ভেজাল গুড়ের কারখানার ফারুক হোসেনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
 অভিযানে অংশগ্রহণকারী একজন কর্মকর্তা জানান, অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত দু’টি দোজালা গুড়ের কারখানায় কয়েক লক্ষ টাকা মূল্যের প্রায় হাজার খানেক ড্রাম ভর্তি গুড় ও গুড় উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল গুঁড়িয়ে বিনষ্ট করা হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চলে।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা ভেজাল বিরোধী অভিযানের তথ্য নিশ্চিত করেন।

 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ