জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে গতকাল ৬ই এপ্রিল বেলা সোয়া ১১টায় রাজবাড়ী জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি টি-১০ প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্যসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তারুণ্য কি পারে তা গত জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে। তরুণ সমাজকে সামনে এগিয়ে নিতে হলে অবশ্যই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ থাকতে হবে। কারণ খেলাধুলার মধ্যে থাকলে তরুণরা মাদক থেকে দূরে থাকতে পারবে। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
আলোচনা সভার আগে একটি টি-১০ ক্রিকেট প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রীতিম্যাচে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।