ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী মহাখালী থেকে গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-০৬ ১৫:১৩:৩৬

  রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী (৭১)কে গতকাল ৬ই এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর ঢাকার মহাখালী থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি) গ্রেফতার করেছে।
 পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
 গ্রেফতারকৃত কাজী কেরামত আলী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের  বড় পুত্র। তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের ৬ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য। এছাড়াও তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।
 জানা গেছে, সাবেক এমপি কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। 
 গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি) রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে।
 উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।  

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ