ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
হোসনাবাদতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী সাথীকে হত্যার অভিযোগ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-০৬ ১৫:২৫:১১

 রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের হোসনাবাদ গ্রামে গৃহবধু সাথী আক্তার (২৯)কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেল খাঁ বিরুদ্ধে।
 গত ৪ঠা এপ্রিল দিনগত রাত ১টার দিকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাথী আক্তারের মৃত্যু হয়। 
 নিহত সাথী আক্তার সদর উপজেলার বরাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধুরদিয়া গ্রামের বিশু ফকিরের মেয়ে।
 অভিযুক্ত রুবেল খাঁ সদর উপজেলার দাদশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হোসনাবাদ গ্রামের মনি খাঁ’র ছেলে।
 সাথী আক্তারের বাবা বিশু ফকির বলেন, ১০ বছর আগে রুবেল খাঁ’র সাথে আমার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার জামাই রুবেল শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো, মারধর করতো। রুবেল আমার মেয়েকে মারধর করে কয়েকবার হাসপাতালে ভর্তি করেছে। গত ৪ঠা এপ্রিল বিকেল ৪টার আগে আমার জামাই রুবেল আমাকে ফোন দিয়ে বলে যে আমার মেয়ে হারপিক খেয়েছে, সে হাসপাতালে ভর্তি। পরে আমি সদর হাসপাতালে গিয়ে খুঁজাখুঁজি করে তাকে পাইনি। পরে জামাইয়ের সাথে যোগাযোগ করলে সে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে রয়েছে বলে জানায়। সেখানেও গিয়ে আমার মেয়েকে পাইনি। পরে আবার জামাই’র সাথে যোগাযোগ করলে সে জানায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে গিয়ে দেখি আমার মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। তার নাক মুখ দিয়ে ফুপড়ি উঠছে। সেখানকার চিকিৎসকরা তাকে সেখানে না রেখে ঢাকায় রেফার্ড করে। পরে আমরা তাকে ঢাকায় নিয়ে যাই। ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 বিশু ফকির আরও বলেন, আমার মেয়েকে আমার জামাই রুবেল বিয়ের পর থেকেই মারধর করতো। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে আমার জামাই দায়ী। আমার জামাই রুবেল তাকে হত্যা করেছে। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিব। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
 দাদশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন শেখ বলেন, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে এসে এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনতে পেলাম সেটা হলো শুক্রবার বিকাল ৪টার দিকে ওই মহিলা অসুস্থ হয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়। কিন্তু তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আমি ঘটনাস্থলে এসে ওই মহিলার স্বামীকে খোঁজখুজি করেছিলাম। কিন্তু তাকে পাইনি। এর বেশি কিছু আমি জানিনা।
 এদিকে নিহত সাথী আক্তারের শশুর বাড়ীতে গিয়ে সেখানে তার স্বামী রুবেল খাঁ কে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই রুবেল গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানান।
 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলাটি বিষ খেয়ে মারা গিয়েছে। তবে মরদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 

 

পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ