ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-০৮ ১৭:৪০:১৬

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোঃ কামরুল ইসলাম।
 গতকাল ৮ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন তাকে এই নিয়োগ দেওয়া হয়।
 অন্যদিকে একই প্রজ্ঞাপনে বর্তমান রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট(পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।
 জানা গেছে, পুলিশ সুপার কামরুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজবাড়ী জেলার ৩৩তম পুলিশ সুপার হিসেবে দ্রুতই জেলায় যোগদান করবেন বলে জানা গেছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।
 এদিকে ২৫তম বিসিএস(পুলিশ) ক্যাডারের কর্মকর্তা বর্তমান রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। ৫ই আগস্ট পরবর্তী সময়ে তিনি রাজবাড়ী জেলায় যোগদান করেই সফলতার সাথে জেলায় পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছেন। রাজবাড়ী জেলায় কর্মকালীন ৭ মাসে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ৮টি ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ বিভিন্ন হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, হারানো মোবাইল উদ্ধার, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই রোধ, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলার আসামীদের গ্রেপ্তার ও নিয়মিত মামলার আসামীদের গ্রেপ্তার করে সুনাম অর্জন করেন। 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ