ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-০৭ ১৭:১০:৩২

॥মীর সামসুজ্জামান সৌরভ॥ রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী (৭১)কে গতকাল ৭ই এপ্রিল দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
 এর আগে গত ৬ই এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে রাজধানী ঢাকার মহাখালীর বাসা থেকে গ্রেফতার করে রাজবাড়ী জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল ৭ই এপ্রিল ভোরে তাকে রাজবাড়ীতে আনা হয়। সকালে রাজবাড়ী থানার পুলিশ তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখায়।
 পরে গতকাল ৭ই এপ্রিল দুপুর পৌনে ১২টায় সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। এ সময় রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
 এদিকে আদালতে তোলার আগে তাকে রাজবাড়ী কোর্ট ইন্সপেক্টরের রুমে নেওয়া হয়। এ সময় সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে কাজী কেরামত আলী এ মামলায় নিজেকে নির্দোষ দাবী করেন।  
 গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি কাজী কেরামত আলী আত্মগোপনে ছিলেন।
 রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ মোঃ আব্দুর রাজ্জাক-২ বলেন, সাবেক এমপি কাজী কেরামত আলী বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার এজাহারনামীয় ২নম্বর আসামী। এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ রয়েছে বিধায় রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 গ্রেফতারকৃত সাবেক এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের  বড় পুত্র। তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের ৬ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য। এছাড়াও তিনি ২০১৮ সালে ১বছর শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।
 কারাগারে ডিভিশিন মঞ্জুর ঃ এদিকে সাবেক এমপি কাজী কেরামত আলীর আইনজীবী এডঃ গৌতম বসু জানান, আদালতে কাজী কেরামত আলীর জন্য কারাগারে ডিভিশিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার ডিভিশিন মঞ্জুর করেন।
 রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার এনামুল কবির বলনে, আদালত সাবেক এমপি কাজী কেরামত আলীর ডিভিশিন মঞ্জুর করেছেন। তিনি এখন কারাগারে বিশেষ সুবিধা পাবনে। সাধারণত সাবেক এমপি, মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ ধরনের সুবিধা পেয়ে থাকেন।
 উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামী করে থানায় মামলা হয়। গত ৩০শে আগস্ট-২০২৪ তারিখে রাজবাড়ী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলার মাটিপাড়ার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাজিব মোল্লা(২৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-১৪, তাং-৩০/০৮/২০২৪ইং, ধারাঃ ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড ও তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৬ ধারা।  
 মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী রাজিব মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতেও কোটা সংস্কার আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ১৮ই জুলাই বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকাল ৩টা ৪০মিনিটে পূর্ব পরিকল্পনা মাফিক উল্লেখিত এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অসংখ্য আন্দোলনকারীরা আহত হয়।

 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ