ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
রাজবাড়ীতে ৯৪টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-০৭ ১৭:০৪:৪২

রাজবাড়ীতে বিভিন্ন সময়ে হারানো ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।
 গতকাল ৭ই এপ্রিল সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
 জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ৩৬টি, গোয়ালন্দ ঘাট থানার ১২টি,পাংশা মডেল থানার ১৮টি, কালুখালী থানার ১০টি ও বালিয়াকান্দি থানার ১৮টি সহ মোট ৯৪টি হারানো মোবাইল রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইল ফোন উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে। পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন রাজবাড়ী জেলায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ২২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন।
 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারনা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারনা, ফেসবুক হ্যাক সহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারী করে থাকে।
 মজিবুর রহমান নামের এক ব্যক্তি হারানো মোবাইল ফিরে পেয়ে বলেন, বাড়ি থেকে বাজারে যেতেই অটো থেকে নেমে দেখি পকেটে মোবাইল নেই। পুলিশের ওপর বিশ্বাসের কারণেই জিডি করলাম। পরে আজ মোবাইল হাতে পেয়ে খুব ভালো লাগছে।পুলিশ জনগনের বন্ধু সেটা আজ ভালোমতো বুঝলাম।
 হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে সকলে আবেগ প্রবন হয়ে পড়েন। তারা বলেন, আজ পুলিশের প্রতি আস্থা বহুগুনে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ রাজবাড়ীর এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।
 মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে সহাকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রাজবাড়ীতে ৯৪টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ