ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজাসহ নানা স্থানে অমানবিক হামলার প্রতিবাদে গতকাল ৮ই এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলা ছাত্রদল ও সরকারী কলেজ ছাত্রদল উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রাজবাড়ী শহরের আজাদী ময়দান চত্ত্বর থেকে জেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন সহ পান্না চত্ত্বর মোড় ঘুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ ও সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল প্রামাণিক, সিনিয়র সহ-সভাপতি রবিন কুমার দাস, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সহ-সভাপতি সামিরা রহমান, রাসেল হোসেন, সাগর শেখ, আবু সালেহ, যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন সেলিম, সিজানুর রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক নিরব হাসান, জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজে মুখে কালো পতাকা বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এরপর কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিন কুমার দাস, রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি তানভীর খাঁন রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কলেজ ছাত্রী রিয়া আক্তার বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে কলেজের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান নিয়ে রেল স্টেশন চত্বর, ১নং রেলগেট ঘুরে আজাদী ময়দানে গিয়ে শেষ করে। এতে জেলা, উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। নিরোপরাধ নারী, শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই। আজকে সারা বিশ্বের ধর্মীয় নেতারা চুপ রয়েছে, জাতিসংঘ চুপ রয়েছে। তাদের এই চুপ থাকা প্রমাণ করে দেয় মুসলিম উম্মাকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। আমরা ইসরাইলের এই বর্বর আচরণ নিন্দা জানাই। আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।
বক্তারা আরো বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারীরা। এগুলো ছাত্রদল পছন্দ করে না। আমরা ধিক্কার জানাই। তৌহিদি জনতার নাম ব্যবহার করে এক শ্রেণী লোক এমন কাজ করেছে। বিক্ষোভ সমাবেশে তারা ইসরায়েলের পণ্য ব্যবহার থেকে বিরত থাকা ও বর্জনের ঘোষণা দেন।