ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৬ ১৫:২৩:৫৩

 রাজবাড়ী পৌরসভার মধ্যে চলাচলরত ব্যাটারী চালিত অটোর পৌর পার্কিং কমিয়ে ১২টাকা নির্ধারণ করা হয়েছে। 
 পৌর পার্কিং ফি কমানোর দাবীতে পুনরায় অটো মালিক ও চালকরা রাজপথে নামলে গতকাল ১৬ই এপ্রিল জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামে সাথে আলোচনায় বসেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দীর্ঘ আলোচনা শেষে পৌর পার্কিং ফি কমিয়ে ১২টাকা নির্ধারণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 এর আগে অটো মালিক ও চালকরা রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসেন। এ দাবীর সাথে সমর্থন জানিয়ে তাদের সাথে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 
 পরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সরদার, কার্যকরী সভাপতি মোঃ আব্দুস সালাম বেপারী, জেলা হকার্স দলের সভাপতি আব্দুস সাত্তার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
 জানা গেছে, রাজবাড়ীতে অটোবাইক চালক ও মালিকদের দীর্ঘদিনের দাবী ছিল ১০ টাকা হারে পৌর পার্কিং নেওয়া। এরই দাবীতে বিগত সময় তারা সংবাদ সম্মেলন ও রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ৩৫ থেকে ৪০ টাকা করে পার্কিং ফি আদায় করেছে। এতে দরিদ্র অটো চালকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর কর্তৃপক্ষ আবারও নতুন অর্থ বছরের শুরুতে একইভাবে পার্কিং ফি আদায়ের উদ্যোগ নিয়েছিলো, যা মালিক-চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে পহেলা বৈশাখেও অটো মালিক ও চালকরা আন্দোলনে নামে। ওই আন্দোলনের সাথে শুরু থেকেই সমর্থন ছিল সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের।
 রাজবাড়ী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম বলেন, আলোচনার প্রেক্ষিতে পৌর পার্কিং ফি ১২ টাকা করে বাৎসরিক ৪ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্লেট না আসা পর্যন্ত প্রতিদিন ১৫ টাকা হারে নির্ধারণ করা হবে। প্লেট না আসা পর্যন্ত তারা প্রতিদিন যে অতিরিক্ত টাকা দিবে সেটা পরবর্তীতে প্লেট আসলে মূল টাকার সমন্বয় করা হবে।
 রাজবাড়ী জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা জেলা প্রশাসকের সভাপতিত্বে আজ সভা করলাম। আপনাদের এই সমস্যাটা দীর্ঘদিনের ছিলো। গত ৫ই আগস্টের পর থেকেই আমারা বিষয়টি নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমাদের এই আন্দোলনের বিজয় হয়েছে। এখন থেকে অটোরিকশা মালিক, শ্রমিক ও চালকরা ৪০ টাকা, ৩৫ টাকা, ৩০ টাকা, ২৫ টাকা দেবে না। এখন থেকে অটো মালিক শ্রমিক ও চালকরা ১২ টাকা হারে দেবে। আমরা আন্দোলনে জিতেছি। এটা হলো শ্রমিকদের শক্তি। শ্রমিকরা যে আন্দোলন করে তারা কখনো ব্যর্থ হয় না। আমাদের জেলা প্রশাসনে যারা রয়েছে তারা আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এটা নির্ধারণ করেছে। এখন থেকে সড়কে আপনাদের কেউ হয়রানী করবে না। এক মাসের মধ্যে অটো মালিক শ্রমিকদের প্লেট দেওয়া হবে। তবে যতদিন প্লেট হাতে পাবে না ততদিন পর্যন্ত ১৫ টাকা করে দিতে হবে। প্লেট পেলে তখন ওই টাকা সমন্বয় করা হবে।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ