ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন॥নৌ র‌্যালী
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-০৮ ১৭:১১:০৯

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’-এ প্রতিপাদ্যে সামনে রেখে গতকাল ৮ই এপ্রিল সকাল ১০টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নং ফেরী ঘাট এলাকায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
 গোয়ালন্দ উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর আলোচনা সভা ও নৌ-র‌্যালীর অনুষ্ঠিত হয়।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।
 আলোচনা সভা শেষে জাটকা সংরক্ষণ সপ্তাহ(৮ই এপ্রিল থেকে আগামী ১৪ই এপ্রিল) উপলক্ষে দৌলতদিয়ার পদ্মা নদীতে বর্ণাঢ্য নৌ র‌্যালী বের হয়। এতে অংশ নেয়া নৌযানে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ শ্লোগানসহ নানা সচেতনতামূলক বাণী সম্বলিত প্লেকার্ড লাগানো হয়।
 গোয়ালন্দের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীস) মোঃ মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 এছাড়া দৌলতদিয়া মৎস্য আড়ৎদার কমিটির সভাপতি মোহন মন্ডল, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ অছেল বেপারী বক্তব্য রাখেন।
 আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ ইব্রাহিম মোল্লা ও গীতা পাঠ করেন জীবন চক্রবর্তী।
 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ মাছ সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব। রূপালী মাছ হিসেবে ইলিশ বিশ্বে পরিচিত একটি মাছ। যা আমাদের দেশের জাতীয় মাছ। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি আমাদের জাতীয় সম্পদ। তিনি আরও বলেন, স্যামন মাছের জন্য ইউরোপের অনেক দেশ পরিচিত তেমনি ইলিশ মাছের জন্য বাংলাদেশ বিশ্বে পরিচিত। তাই ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ ‘জাটকা’ নামে পরিচিত। এই সাইজের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ।
 সভাপতির বক্তব্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের এই অনুষ্ঠান মূলত একটি সচেতনতামূলক সামাজিক ক্যাম্পেইন। যার মূল লক্ষ্যই হলে মানুষকে জাগ্রত করা। এটি যদি আমরা করতে পারি, তাহলে এই ভরা যৌবনের পদ্মায় আবারো ইলিশের যৌবনে ভরে যাবে।
 তিনি আরো বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। অথচ অবৈধভাবে জাটকা আহরণের নেপথ্যে কিছু মানুষ কাজ করে থাকে। জাটকা ধরার সাথে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন জাটকা ধরলে কাউকে ছাড় দেয়া হবে না। যারা কারেন্ট জালসহ অবৈধ জাল ব্যবহার করে জাটকা ধরে তারা সমাজ ও দেশের শত্রু। দেশের মৎস্য সম্পদের যারা শত্রু তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা হবে বলে তিনি এ সময় জানান।
 এছাড়া তিনি আরো বলেন, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার ও ২ কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে।
 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ