রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাতবাড়ীয়া এলাকায় কুদ্দুস আলী মন্ডল(৪২) হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক মোঃ রিয়াজুল সেখ ওরফে তোজাম (৫২)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করেছে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।
গতকাল ৮ই এপ্রিল বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন মামলার রায় ঘোষণা করেন।
রায়ে বিজ্ঞ আদালত এই মামলার চার্জশীটভূক্ত অপর দুই আসামী নিহত কুদ্দুসের স্ত্রী বন্যা খাতুন ও প্রতিবেশী মোঃ আলাউদ্দীন সেখের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছে।
মামলা সূত্রে জানা গেছে, কুদ্দুস বিভিন্ন ফাস্টফুডের দোকানে পানি ও মালামাল সরবরাহ করতো। ২০১৩ সালে ২৯শে জানুয়ারী সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর ওইদিন আর বাড়ি ফিরে না আসায় কুদ্দুসের মা সহ অন্যান্যরা খোজাখুজি করতে থাকে। পরে একইদিন রাত ২টার দিকে পাংশার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের ফাঁকা মাঠের মধ্যে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থেকে পরিবারের সদস্যরা এটি পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে নিশ্চিত হয়। এ ঘটনায় কুদ্দুসের মা মোছাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে কুদ্দুসের স্ত্রী বন্যা খাতুন ও তার পরকীয়া প্রেমিক মোঃ রেজাউল সেখ ওরফে রিয়াজুল সেখ তোজাম জড়িত থাকতে পারে বলে উল্লেখ করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে এই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে কুদ্দুসের স্ত্রী বন্যা খাতুন ও তার পরকীয়া প্রেমিক মোঃ রেজাউল সেখ ওরফে রিয়াজুল সেখ তোজাম এবং প্রতিবেশি মোঃ আলাউদ্দিন সেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত উল্লেখিত মামলায় ২৪জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে। এ মামলায় সাক্ষীদের প্রদত্ত বক্তব্য ও হত্যাকান্ডের পারিপাশ্বিক ঘটনায় হত্যাকান্ডের সাথে রিয়াজুল সেখ তোজাম(৫২) এর সম্পৃক্ততার বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালত তোজামকে উল্লেখিত কারাদন্ড প্রদান এবং একই সাথে বাংলাদেশ দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় কুদ্দুসের স্ত্রী বন্যা খাতুন(৪০) ও প্রতিবেশি মোঃ আলাউদ্দিন সেখ (৭০)কে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী ৩জনই আদালতে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ মোঃ আব্দুর রাজ্জাক-২ বলেন, আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি।
আসামী পক্ষের আইনজীবী এডঃ মোস্তফা কবীর বলেন, আমরা রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবো।