রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ৩রা ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বারীর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মানোবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিন ফেরদৌস, সাবেক বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও থানা প্রতিনিধি এসআই সুখদেব বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।