রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এ বছর ২ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ধান ও পাট বীজ এবং সার পেয়েছে।
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল ৯ই এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজ এবং সার বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জানা যায়, সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, ৭শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উন্নত জাতের উফশী আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার এবং ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জেআরও-৫২৪ জাতের ১ কেজি করে পাট বীজ এবং ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।