ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-০৯ ১৮:১২:৫৮

আজ ১০ই এপ্রিল একযোগে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
 চলতি বছরে রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলার ২২টি মূল কেন্দ্রে ও ১২টি ভেন্যুতে।
 জানা গেছে, চলতি বছরে রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ১৪ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ১০ হাজার ৭৯৯ জন, দাখিলে ১ হাজার ৯১৫ জন ও এসএসসি(ভোক) ও দাখিল(ভোক) ১ হাজার ৭১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।
 রাজবাড়ী সদর উপজেলা ঃ  রাজবাড়ী সদর উপজেলায় ৫টি কেন্দ্র ও ৩টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৩০ জন। এর মধ্যে এসএসসি ৩৫৪৪ জন, ভোকেশনাল ৫৬৭ জন ও দাখিল ৬১৯ জন।
 পাংশা উপজেলা ঃ পাংশা উপজেলায় ৬টি কেন্দ্রে ও ৪টি ভেন্যুতে ৩৭৭০ জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে এসএসসি ২৫৩৮ জন, ভোকেশনাল ৫৫১ জন ও দাখিল ৬৮১ জন।
 বালিয়াকান্দি উপজেলা ঃ বালিয়াকান্দি উপজেলায় ৫টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ২৭৭৬ জন। এর মধ্যে এসএসসি ২১১২ জন। ভোকেশনাল ৪৪৭ জন ও দাখিল ২১৭ জন।
 গোয়ালন্দ উপজেলা ঃ গোয়ালন্দ উপজেলায় ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে ১২১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ৯৭১ জন, ভোকেশনাল ১৫১ জন ও দাখিল ৯৬ জন।
 কালুখালী উপজেলা ঃ কালুখালী উপজেলায় ৩টি কেন্দ্রে ১৯৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এর মধ্যে এসএসসি ১৬৩৪ ও দাখিল ৩০২ জন।
 এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও তদারকিতে নিয়োজিত থাকবেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। যথারীতি প্রতিটি কেন্দ্রগুলোতে ১৪৪ ধারা জারী থাকবে এবং পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান-প্রদান করবে।
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ভাবে ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার জন্য জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শিক্ষা বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে পরীক্ষা নেওয়া হবে।
 এর আগে গত ১৮ই মার্চ রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ