ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কাজী আব্দুল কুদ্দুস বাবু
  • ২০২৫-০৪-০৯ ১৭:৫০:০০

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ও পাংশার পাট্টা ইউনিয়ন যুবসমাজ আয়োজনে গতকাল ৯ই এপ্রিল বিকেল ৪টায় সাওরাইল কয়া মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 জিয়া সংঘ লাড়িবাড়ী কালুখালীর সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমানের পরিচালনায় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুব এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা আক্কাস আলী মোল্লা ও কালুখালী উপজেলা কৃষক দলের আনিসুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রব।
 ঘোড়া দৌড় প্রতিযোগিতায় খুলনা, মাগুরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং নওগাঁর ২২টি ঘোড়া নিয়ে ঘোড়া দৌড়বিদ অংশগ্রহণ করেন। 
 প্রতিযোগিতায় নড়াইল জেলার ঘোড়া প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

 

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ