ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৪-০৯ ১৮:১০:০১

রাজবাড়ী পৌরসভার পার্কিং ফি ১লা বৈশাখ থেকে ১০ টাকা হারে অবিলম্বে বাৎসরিক প্লেট নাম্বার দেওয়ার দাবীতে গতকাল ৯ই এপ্রিল বেলা ১১টায় শহরে শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদের আয়োজনে ১নং রেলগেট সংলগ্ন অটোস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
 সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, রাজবাড়ী জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন সরদার, জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক খাইরুল আনাম বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও পৌরসভার নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, এস এম কাউসার মাহমুদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার সহ রাজবাড়ী জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদে সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও অটোচালকগণ উপস্থিত ছিলেন।
 সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ৩৫ থেকে ৪০ টাকা করে পার্কিং ফি আদায় করেছে। এতে দরিদ্র অটো চালকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ অটো চালক কিস্তিতে অটো কিনে আবার অনেকে ভাড়া নিয়ে অটো চালাচ্ছে। ফরিদপুর সহ অন্যান্য জেলায় বাৎসরিক ২৪০০ টাকা পৌরসভা হতে আদায় করা হয়। রাজবাড়ী পৌরসভার পার্কিং ফি ১লা বৈশাখ থেকে ১০ টাকা হারে নির্ধারণ ও অবিলম্বে বাৎসরিক প্লেট নম্বর দেওয়ার আহবান জানান তারা।
 সমাবেশ শেষে নেতৃবৃন্দ দাবি সমূহ তুলে ধরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে স্মারকলিপি পেশ করেন।
 

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ