রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল ৯ই এপ্রিল বিকেল ৪টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে মাসিক সভা ও জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিনের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শেখ মফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, বারের সাধারণ সম্পাদক ও পিপি মোঃ আব্দুর রাজ্জাক-২ এবং আদালতের জিপি এডঃ এ এন এম শাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনার সঞ্চালনায় কমিটির সদস্যদের মধ্যে যুগ্ম জেলা জজ ১ম আদালত চাঁদনী রূপম, যুগ্ম জেলা জজ ২য় আদালত মাহমুদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ(ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) মাহবুবা আক্তার, সিনিয়র সহকারী জজ পাংশা আদালত মোঃ হাসান আল আজাদ, সহকারী জজ মেহবুবা মিসৌরী, সহকারী জজ রিফাহ তাসনিশা ঐশি, সহকারী জজ ফারজানা দিবা, জেল সুপার মোঃ এনামুল কবির, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার অজয় কুমার হালদার, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, বিশেষ পাবলিক প্রসিকিউটর মোঃ জাহিদ উদ্দিন মোল্লা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ীর চেয়ারম্যান মোঃ আবু জাফরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন বলেন, রাজবাড়ী জেলায় লিগ্যাল এইডের সকল কার্যক্রম সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। আর এটি সম্ভব হয়েছে জেলা লিগ্যাল এইড অফিসার, প্যানেল আইনজীবীসহ সকলের যার যার অবস্থান সঠিক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করার জন্য। অতীতে আমি জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজ করেছি ও বর্তমানেও আমি এই কমিটির চেয়ারম্যান। দেশের অসহায় মানুষ বিশেষ করে নির্যাতিত নারীরা যাতে বিনা খরচে আইনী সুবিধা পায় সেই দিক বিবেচনা করেই এই লিগ্যাল এইড কার্যক্রম চালু করা হয়েছে। যার ফলে আজকে দেশের মানুষ বিনা খরচে আইনী সুবিধা পাচ্ছে। রাজবাড়ী জেলায় সকলের প্রচেষ্টায় এই কার্যক্রম অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। যা ভবিষ্যতে আমাদের আরো সফলতা এনে দেবে। আর সেই লক্ষ্যে আমাদেরকে আরো বেশী উদ্যোগী হয়ে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এজন্য প্রান্তিক পযার্য়ে লিগ্যাল এইড সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
এছাড়াও সভায় আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিস্পত্তি, আইনগত তথ্য সেবা প্রদান, সরকারী খরচে মামলা দায়ের, পরিচালনা ও আইনজীবী নিয়োগসহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জানা গেছে, আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে ওই দিন সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে আইনগত সহায়তা দিবসের শুভা সূচনা হবে। এবারের জাতীয় লিগ্যাল এইড দিবসের প্রতিপাদ্য “দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই”। দিবসটি উপলক্ষে আদালত চত্বর থেকে র্যালী বের করা হবে। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হবে। এরপর সকাল সাড়ে আদালত ভবনের নিচতলায় সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।