ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
  • রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
  • ২০২৫-০৪-০৯ ১৭:৪৬:০৯

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি গতকাল ৯ই এপ্রিল দুপুরে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন ।
 গতকাল ৯ই এপ্রিল দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চর বাগমারা এলাকায় অবস্থিত রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির অফিস পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
 এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য(প্রশাসন) মোঃ আহসানুর রহমান হাসিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য(বিতরণ ও পরিচালন) মোঃ আব্দুর রহিম মল্লিক, পবিস মনিটরিং বিভাগের পরিচালক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (পশ্চিমাঞ্চল) লুনা শারমিন ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথি মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, ভিআইপি রেস্ট হাউজ এবং অফিস প্রাঙ্গনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
 প্রধান অতিথির মত বিনিময় সভায় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাদক, অবৈধ সম্পর্ক ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি জনবল ঘাটতি পূরণ, যানবাহনের ঘাটতি পূরণ, অভিযোগ কেন্দ্র স্থাপন এবং কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা স্বামী-স্ত্রী রয়েছেন তাদের একই এলাকায় সামঞ্জস্যপূর্ণ পোস্টিং, লাইনম্যানদের অতি সতর্কতার সাথে কাজ সম্পন্ন করাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
 এছাড়াও তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সকল সদস্যদের সিনিয়র-জুনিয়রদের সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য অনুপ্রেরণামূলক নির্দেশনা প্রদান করেন।
 

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ