রাজবাড়ীর প্রত্যাশা থিয়েটার-এর প্রযোজনায় ‘ভাঙন’ নামের একটি নাটক মঞ্চস্থ হয়েছে।
গতকাল ২রা ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যকার গোলাম মোর্তজা সাগরের রচিত ও নির্দেশিত নাটকটিতে অনুপ কুমার ঘোষ, মাহফুজা আক্তার, সঞ্জীব সরকার, তানিয়া আক্তার, শামীম হোসেন, আরমান মিজি, শহিদুল ইসলাম, মোঃ আকাশ ও গোলাম মোর্তজা সাগর অভিনয় করেন। মর্মস্পর্শি নাটকটিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অন্তর্গত পদ্মা নদীর দুর্গম কুশাহাটার চরের বাসিন্দাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খা ও পাওয়া-না পাওয়ার বেদনা তুলে ধরা হয়।
অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, কবি সালাম তাসির, অধ্যক্ষ (অবঃ) আজিজুল হক, প্রত্যাশা থিয়েটারের উপদেষ্টা সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, উপদেষ্টা মোহাম্মদ সোহেল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমিসহ মিলনায়তন ভর্তি দর্শক নাটকটি উপভোগ করেন।