রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার বাগমারা বাসস্ট্যান্ড থেকে ১০ গ্রাম হেরোইনসহ হানিফ আলী (৫১) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল ৩রা ডিসেম্বর বিকালে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হানিফ আলী মানিকগঞ্জ জেলা সদরের বেতিলা উত্তর পাড়া এলাকার মৃত করম আলীর ছেলে। এ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।