ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে বালিয়াকান্দির নকল সার কারখানা মালিকের জেল-জরিমানা
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-১২-০৫ ১৩:০৬:৩৯

 ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের নকল সার কারখানার মালিক শরিফ শেখ (৪৫)কে ১৫ দিনের কারান্ড প্রদান ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।   
   গতকাল ৫ই ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়াও অভিযানকালে কারখানাটি সীলগালাসহ একটি পিকআপ ট্রাক বোঝাই নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
   জানা গেছে, তেঁতুলিয়া গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে শরিফ শেখ নকল সার কারখানাটি গড়ে তুলেছিল। সেখানে শুকনা মাটি, টাইলসের গুঁড়া ও কেমিক্যাল দিয়ে নকল সার তৈরি করা হতো। 
   ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, অনুমোদন বিহীন নকল সার কারখানার মালিককে সার ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের জেল ও ১ লক্ষ টাকা জরিমানাসহ কারখানাটি সীলগালা করা হয়েছে। 

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ