ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দির নারায়ণপুর-কুঠিরঘাট সড়কের চন্দনা নদীর উপরে সেতু নির্মাণের দাবী
  • ওয়াজেদ আলী
  • ২০২২-১২-১১ ১৩:৩৪:৪৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও নবাবপুর ইউনিয়নের নারায়ণপুর-কুঠিরঘাট সড়কের চন্দনা নদীর উপরে একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে স্থানীয়রা। 

  এ ব্যাপারে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দেয়া ছাড়া কোনো ভূমিকা রাখছে না। এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে পারাপার হয়ে আসছে। 

  স্থানীয় বাসিন্দা রমজান আলী মন্ডল বলেন, পারাপারের জন্য স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঁশের সাঁকোটি করা হয়েছে। দুই ইউনিয়নের(ইসলামপুর ও নবাবপুর) বাসিন্দাদের পাশাপাশি সাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতি কমপ্লেক্সে যাওয়া-আসান জন্য অনেক মানুষ এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে। এতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তিনি এখানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

  এ ব্যাপারে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, এ বিষয়ে আমি অবগত আছি। তবে ইউনিয়ন পরিষদে কোন ফান্ড নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করবো। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ