রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর দুপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২২ উদযাপনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে গতকাল বুধবার দুপুর ১২টার সময় পাংশা উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুনের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তরুন কুমার পাল, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও সেলিম মাহমুদ, নার্সিং সুপারভাইজার আসমা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, এফডাব্লিউভি কনা পারভীন, এফপিআই রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ১৭-২২শে ডিসেম্বর-২০২২ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।