ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপন
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-১৭ ১৫:৩৩:১৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ১৬ই ডিসেম্বর ব্যাপক যথাযথ মর্যাদার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

  এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউপি আওয়ামী লীগ এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসহ বিস্তারিত কর্মসূচির আয়োজন করে।

  পাংশা উপজেলা প্রশাসন ঃ পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মাসুদুর রহমান রুবেলসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

  পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানসহ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থাপনা করেন ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ