মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ পারভীন আক্তার(৫০) নামে এক নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গত ১৭ই ডিসেম্বর দিনগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পারভীন আক্তার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত সোনামুদ্দিনের স্ত্রী। এছাড়াও অভিযানকালে জাহাঙ্গীর হাওলাদার(৪৮) নামে আরেক মাদক বিক্রেতা পালিয়ে যায়। সে একই এলাকার আব্দুল গণি হাওলাদারের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত পারভীন আক্তার ও পলাতক জাহাঙ্গীর হাওলাদারকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।