ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দির নারুয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ইন্তেকাল॥রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-১৮ ১৪:২৪:২৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল(৮০) আর নেই।
  গত ১৭ই ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে নারুয়া ইউনিয়নের ঘি-কমলা গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
  গতকাল ১৮ই ডিসেম্বর বেলা ১১টায় নিজ বাড়ীর প্রাঙ্গণে তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার উপস্থিতিতে বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম গার্ড অব অর্নার প্রদান করে। এরপর ঘি-কমলা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ ঘি-কমলা পাটকিয়াবাড়ী যৌথ কবরস্থানে দাফন করা হয়। 
   জানাযার নামাজে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ