ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
আরএসসিএফের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-১৮ ১৪:২৯:২৯

মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষ্যে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ)’-এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 

  গতকাল ১৮ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের স্যার উডহেড মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

  সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণ বলেন মহসীন উদ্দিন বতু ও হোসেন দেওয়ান। আরএসসিএফের সভাপতি রিফাহ নানজীবা অহনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় সাহা নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক জেলা শিক্ষা অফিসার ও আরএসসিএফের প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ।

  এছাড়াও মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষ্যে আরএসসিএফের উদ্যোগে সকালে রাজবাড়ী পৌরসভা থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। এর উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ