মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষ্যে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ)’-এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল ১৮ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের স্যার উডহেড মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণ বলেন মহসীন উদ্দিন বতু ও হোসেন দেওয়ান। আরএসসিএফের সভাপতি রিফাহ নানজীবা অহনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় সাহা নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক জেলা শিক্ষা অফিসার ও আরএসসিএফের প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ।
এছাড়াও মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষ্যে আরএসসিএফের উদ্যোগে সকালে রাজবাড়ী পৌরসভা থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। এর উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।