ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-১৮ ১৪:৩০:৩৬

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই ডিসেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অভিযান) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, রাজবাড়ী টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদ, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন অর রশিদ, বিআরডিবির উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইয়াছিন মোল্যা, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তুয়ার আহমেদ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আব্দুর রহমান, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহির রাজসহ সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ