ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
মোবাইল কোর্টে ফরিদপুরের ২টি ইট ভাটা ভেঙ্গে দেয়াসহ ৪টিকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-১৯ ১৫:২৭:৪৫

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুর জেলার সদর, মধুখালী, বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে ২টি ইট ভাটা ভেঙ্গে দেয়াসহ ৪টিকে ১৫ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গত ১৮ই ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট ধারায় উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাহফুজুর রহমান, র‌্যাব, পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ