ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
পাংশার সেনগ্রাম কালিতলা বাজারে মহানাম যজ্ঞানুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-২২ ১৪:১৮:১০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কালিতলা বাজার কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে চলমান মহানাম যজ্ঞানুষ্ঠান গতকাল ২২শে ডিসেম্বর সন্ধ্যারাতে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা পরিদর্শন করেছেন।

  জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম প্রামানিক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা পরিতোষ কর, বিশিষ্ট ব্যবসায়ী চন্ডীচরণ ঘোষ, প্রদীপ সিকদার ও উদয় সিকদার (কালু)সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা মহানাম যজ্ঞানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি উত্তম কুমার সাহা (কার্ত্তিক সাহা) ও সাধারণ সম্পাদক তপন কুমার পাল অতিথিবৃন্দের অভ্যর্থনা জানায়।

  মহানাম যজ্ঞানুষ্ঠানের নেতৃবৃন্দ জানায়, ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ শেষে মহানামযজ্ঞের শুভ অধিবাস হয়। ২০শে ডিসেম্বর থেকে ২৪ প্রহর ব্যাপী অখন্ড মহানাম সংকীর্তন শুরু হয়। ২৩শে ডিসেম্বর সূর্যোদয় পর্যন্ত মহানাম সংকীর্তন চলবে। মহানামযজ্ঞ সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মহাপ্রভুর ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরণ ও মোহন্ত বিদায় অনুষ্ঠিত হবে।

  গতকাল বৃহস্পতিবার গভীররাত পর্যন্ত সনাতনধর্মের বহু নারী-পুরুষ মহানাম সংকীর্তন উপভোগ করেন। মহানাম যজ্ঞানুষ্ঠানে সমবেত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ এবং অতিথিবৃন্দকে আপ্যায়ন করা হয়।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ