ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে বালু বোঝাই ট্রলির চাপায় মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-২৩ ১৩:২৩:০২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বালু বোঝাই ট্রলির চাপায় মোটর সাইকেল আরোহী সাইফ মন্ডল(৮) নামে ২য় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

  গতকাল ২৩শে ডিসেম্বর দুপুর ১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহক সাইফ মন্ডল বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকি গ্রামের বকুল মন্ডলের ছেলে এবং স্থানীয় শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল। এছাড়াও দুর্ঘটনায় সাইফ মন্ডলের চাচাতো ভাই ইমরান মন্ডল(২২) আহত হয়েছে। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  নিহত সাইফ মন্ডলের ফুপা মান্নান মন্ডল জানান, সাইফ ও তার চাচাতো ভাই ইমরান মোটর সাইকেলে করে নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ফুপাতো বোনের বাড়ীতে বিয়ের দাওয়াত খেয়ে শালকি গ্রামে নিজেদের বাড়ীতে ফিরছিল। গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে পিছন থেকে একটি বালুবাহী ট্রলি (ট্রাক্টর চালিত) মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইফের মাথা ট্রলির চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এছাড়া স্থানীয়রা আহত ইমরানকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

  এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

  বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মনিরুজ্জামান জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ