রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ২৩শে ডিসেম্বর সকালে উপজেলার মৌরাট ইউপির ৭নং ওয়ার্ডের বড় চৌবাড়ীয়া(মহিষভাঙ্গা) মাঠ থেকে রাব্বি মন্ডল(১৪) নামের এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে।
নিহত রাব্বি মন্ডল একই গ্রামের আক্তার হোসেন মন্ডলের ছেলে। সে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার মৃগী ইউপির আখরজানী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার মোটিভ জানা যায়নি।
জানা যায়, রাব্বি মন্ডল বৃহস্পতিবার রাতের খাবার শেষ করে বাড়ির অদূরে মহিষভাঙ্গা বাজারে ব্যাডমিন্টন খেলা দেখতে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের লোকজন বড় চৌবাড়ীয়া মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় কাশেম মল্লিকের চাষের জমিতে রাব্বি মন্ডলের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনার মোটিভ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে স্কুল ছাত্র রাব্বি মন্ডল হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ঘটনার তীব্র নিন্দা জানান।
মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক বলেন, রাব্বি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছিল। রাব্বির পিতা আক্তার মন্ডল আনসার সদস্য। হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।