ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-২৯ ১৫:৫২:৫৪

 রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
 মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। 
 প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সুপার অফিসার-ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন ও উত্তম পোশাকের উপর ভিত্তি করে পুরষ্কৃত করেন। 
 মাস্টার প্যারেডে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
 আয়োজিত মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহিদুল ইসলামসহ জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা সভা
 রাজবাড়ীর জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা
রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ