ট্রেনে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করা রাজবাড়ী সদর উপজেলা পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক(৭৮) এর পাশে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার গফুর মল্লিকের বাড়িতে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও একটি প্রতিনিধি দল।
গতকাল ২৯শে অক্টোবর ‘আমরা বিএনপির পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, “জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হলে লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন- গফুর মোল্লা’র পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
এরই ধারাবাহিকতায় আজ ৩০শে অক্টোবর বেলা ১২টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করতে আসবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
এ বিষয়ে রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল বলেন, ৮০ বছর বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনে নাড়ু বিক্রি করেন গফুর মোল্লা। এটা নিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশের পর বেশ আলোচিত হয় গফুর মোল্লার সংগ্রামী জীবন। বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তিনি এই সংগ্রামী ব্যক্তির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ একটি প্রতিনিধি দল গফুর মল্লিকের বাড়িতে এসে সাক্ষাৎ করবে।



