রাজবাড়ী ডিবি’র অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা রেদোয়ান মিয়া(২২) গ্রেফতার হয়েছে।
গত ২৩শে ডিসেম্বর রাত ৯টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেদোয়ান মিয়া বালিয়াকান্দি উপজেলার তালপট্টি এলাকার শরীফ মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৪শে ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।