ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে দুই অবৈধ মাটি উত্তোলকারীর জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-২৪ ১৪:৩৩:১৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা ও ঠাকুর নওপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

  এ সময় কৃষি জমি ও পুকুর থেকে অবৈধভাবে উত্তোলনকৃত মাটি পরিবহনের দায়ে ১টি ডাম্প ট্রাক, ৩টি ট্রলি(ট্রাক্টর চালিত) ও কয়েকটি এস্কেভেটরের ব্যাটারী জব্দ করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান জানান, ২জনকে জরিমানা করার পাশাপাশি মুচলেকা নিয়ে জব্দকৃত ডাম্প ট্রাক, ট্রলি ও ব্যাটারীগুলো ছেড়ে দেয়া হয়েছে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ