ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে দুই অবৈধ মাটি উত্তোলকারীর জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-২৪ ১৪:৩৩:১৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা ও ঠাকুর নওপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

  এ সময় কৃষি জমি ও পুকুর থেকে অবৈধভাবে উত্তোলনকৃত মাটি পরিবহনের দায়ে ১টি ডাম্প ট্রাক, ৩টি ট্রলি(ট্রাক্টর চালিত) ও কয়েকটি এস্কেভেটরের ব্যাটারী জব্দ করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান জানান, ২জনকে জরিমানা করার পাশাপাশি মুচলেকা নিয়ে জব্দকৃত ডাম্প ট্রাক, ট্রলি ও ব্যাটারীগুলো ছেড়ে দেয়া হয়েছে।

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ