লেখক ও ভাষাশিল্পী সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউপির শিকজান গ্রামের কৃতিসন্তান শিশুসাহিত্যিক ও কবি স.ম. শামসুল আলম। ‘বহুরূপী দেবশিশু’ বইয়ের জন্য ২০২২ সালের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।
গত ২৭শে ডিসেম্বর সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডক্টর সরকার আবদুল মান্নান ও শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন কবি স.ম. শামসুল আলম।
অনুষ্ঠানে গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়, কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলালসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে কবি স.ম. শামসুল আলমের অবাধ বিচরণ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান প্রভৃতি মিলিয়ে এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮৫। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- আমার মনের আকাশ জুড়ে, হেসে ফাটে দম, আব্বুর ফিরে আসা, বহুরূপী দেবশিশু, গল্পের গাড়ি মিরধা ভাই, ছন্দানন্দে বঙ্গবন্ধু, দাঁড়াবার পা কোথায়, একদিন বুকজলে নেমে, চমকে ওঠে চোখের হাসি, সোনার বাসর, স্বপ্নভূমি, চমক দেব ধমক দেব, খাস কামরা, অর্ধেক চুম্বন, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খসড়া, নিড়ানি ও শোকগুচ্ছ, সমকলম, সমকবিতা, নির্বাচিত গল্প, ছড়াসমগ্র, কিশোর কবিতা সমাহার, কিশোর গল্প সমাহার, যার কাছে জলবিম্ব প্রেম নেই সে আমার তামাম দুনিয়া, কালুখালি জংশন প্রভৃতি।
কবি স.ম. শামসুল আলম বর্তমানে ঢাকায় বসবাস করে ব্যবসায়িক কাজের পাশাপাশি সাহিত্যচর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন।