ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬ ঘণ্টা বন্ধের পর ফেরী চালু
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০১-০৩ ১৩:১০:৫২

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 

   বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে গতকাল ৩রা জানুয়ারী ভোর রাত পৌনে ৪টার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। ফেরী চলাচল বন্ধ থাকার সময় দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। 
   বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন জানান, শীতের সময়ে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখতে হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। বর্তমানে এ রুটে ১১টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ