ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে গতকাল ৩রা জানুয়ারী ভোর রাত পৌনে ৪টার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। ফেরী চলাচল বন্ধ থাকার সময় দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন জানান, শীতের সময়ে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখতে হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। বর্তমানে এ রুটে ১১টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।