ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ধুলদী জয়পুর ও কুটির হাটের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-০৩ ১৩:২১:৩০

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর ও কুটির হাটের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। 

   গতকাল ৩রা জানুয়ারী অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, পণ্যের মোড়কজাত সংক্রান্ত বিধিমালা অমান্য ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ধুলদী জয়পুরের আল আমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ৪ হাজার টাকা ও মায়ের দোয়া বেকারীর মালিককে ৪ হাজার টাকা এবং কুটির হাটের এস.এ ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা ও বাবুল স্টোরের মালিককে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ