ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৩-০১-০৪ ১৪:৫০:২৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ৪ঠা জানুয়ারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

  গোয়ালন্দ উপজেলা পরিষদের মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আনসার ও ভিডিপির সদস্যদের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 
  এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক(অপারেশন) কামরুল ইসলাম, ঢাকা রেঞ্জের পরিচালক রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, আনসার ও ভিডিপির রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবসময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশের যে কোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে বাহিনীর সদস্যরা এগিয়ে আসে। বাহিনীর সদস্যদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। 
  অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্যসহ ৫০ জন সাধারণ দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ