ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল পাংশার সুবর্ণা
  • শামীম হোসেন
  • ২০২৩-০১-০৫ ১৩:১২:০১

ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতনামা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে রাজবাড়ীর পাংশা মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা প্রামানিক। অনলাইন আবেদনের প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাকে বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখায় ভর্তির জন্য মনোনীত করেছে।  

   সুবর্ণা জানায়, অনেকদিন ধরেই তার বিশ্বভারতীতে পড়ার শখ। আবেদন করে মনোনীত হওয়ায় সে খুব খুশি। সেখানে ভর্তির কার্যক্রম শেষ করেছে। এখন ভিসার জন্য আবেদন করবে, ভিসা হলেই সেখানে চলে যাবে। এ ব্যাপারে সুবর্ণা সকলের আশীর্বাদ কামনা করেছে। 
   উল্লেখ্য, রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের সুদেব-জয়শ্রী দম্পতির একমাত্র মেয়ে সুবর্ণা খেলাপড়ার পাশাপাশি আবৃত্তি, নাচ, গানসহ সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। ইতিপূর্বে সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আবৃত্তি ও উপস্থিত বক্তব্য দিয়ে পুরস্কৃত হয়েছে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ