রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৫ই জানুয়ারী দুপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাবের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নাহ, মোশাররফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক রুমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।