কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বিঘ্নিত হওয়া অব্যাহত রয়েছে। গত ১৫ দিনের বেশী সময় ধরে এ অবস্থা চলছে। সর্বশেষ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর এ রুটের ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ৭ই জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে গতকাল ৮ই জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। এ সময় ৪টি ফেরী মাঝ নদীতে নোঙ্গর করে রাখতে হয়। এছাড়া দৌলতদিয়া ঘাটে ২ শতাধিক যানবাহন আটকা পড়ে। বর্তমানে এ রুটে ১৩টি ফেরী চলাচল করছে।